শাস্ত্র মতে, মহাদেবের আরাধনার আগে স্নান করে পরিচ্ছন্ন হতে হবে। (ছবি সৌজন্য-এবিপি নিউজ)



পরিষ্কার কাপড় পড়ে শিবলিঙ্গটি জল ও মধু দিয়ে স্নান করান। (ছবি সৌজন্য-পিটিআই)



ভালো করে ধুয়ে নেওয়ার পর দুধ ঢালতে হবে শিবলিঙ্গে। (ছবি সৌজন্য-পিটিআই)



এতে জীবন থেকে সমস্যা যেমন দূর হবে তেমনি হবে আর্থিক উন্নতিও। (ছবি সৌজন্য-পিটিআই)



অল্প কিছু ফুল ও বেলপাতাতেই সন্তুষ্ট হন মহাদেব। (ছবি সৌজন্য-পিটিআই)



পরিবারের সদস্যদের দীর্ঘজীবনের জন্য অর্পণ করুন বেল। (ছবি সৌজন্য-এবিপি লাইভ)



রঙিন ফুল অপছন্ন করেন দেবাদিদেব। সন্তুষ্ট হন আকন্দ ও ধুতরা ফুলে। (ছবি সৌজন্য-পিটিআই)



তুলসীর গাছের মঞ্জরী এবং বেল ফুলও অত্যন্ত পছন্দ করেন মহাদেব। (ছবি সৌজন্য-পিটিআই)



পুজোর সময় শ্বেত চন্দনের তিলক লাগান শিবলিঙ্গে। ব্যবহার করুন ভস্মও। (ছবি সৌজন্য- পিটিআই)



শিবলিঙ্গের পুজো করলে তাতে যেন সাপের মূর্তিও থাকে। না হলে অসন্তুষ্ট হন তিনি। (ছবি সৌজন্য-পিটিআই)



ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।(ছবি সৌজন্য- পিটিআই)