প্রতিদিনের জীবনে এগিয়ে চলার মন্ত্র শিখিয়ে গিয়েছিলেন স্বামীজি 'এই বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম হল নিজের অন্তরের প্রকৃতি নিজেকে চেনো, নিজের প্রতি বিশ্বাস রাখো' 'ওঠো , জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না 'সারাদিন চলার পথে যদি কোনও সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ' 'কোনও বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট স্বীকার ছাড়া হয়নি'