প্রতিদিন সকালে হনুমান চালিশা পাঠ করা খুবই শুভ ।



মনে করা হয়, হনুমান চালিশা পাঠে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায়।



যে কোনও সময় মনে এক অদ্ভুত শক্তি দেয় হনুমান চালিশা পাঠ।



কোনও যাত্রার আগে হনুমান চালিশা পাঠ করলে দুর্ঘটনার ফাঁড়া কেটে যায়।



হনুমান চালিসা পাঠ করার সময় থামবেন না। তাহলে ফল পাওয়া যায় না।



মনে করা হয়, হনুমান চালিশা পাঠ করার আগে একটি জল ভর্তি পাত্র রাখুন,সংকল্প করুন।



ওই পাত্রে আম্রপল্লব রাখুন। হনুমান চালিসার পাঠ শেষ হয়ে গেলে সেই জল গাছে অর্পণ করুন।



হনুমানজিকে এদিন জুঁই তেল ও সিঁদুর দিন।



হনুমান চালিশা পাঠ করার আগে গণেশের ধ্যান করতে হবে।