প্রতিদিন সকালে হনুমান চালিশা পাঠ করা  খুবই শুভ ।
ABP Ananda

প্রতিদিন সকালে হনুমান চালিশা পাঠ করা খুবই শুভ ।



মনে করা হয়, হনুমান চালিশা পাঠে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায়।
ABP Ananda

মনে করা হয়, হনুমান চালিশা পাঠে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায়।



যে কোনও সময়  মনে এক অদ্ভুত শক্তি দেয় হনুমান চালিশা পাঠ।
ABP Ananda

যে কোনও সময় মনে এক অদ্ভুত শক্তি দেয় হনুমান চালিশা পাঠ।



কোনও যাত্রার আগে হনুমান চালিশা পাঠ করলে দুর্ঘটনার ফাঁড়া কেটে যায়।
ABP Ananda

কোনও যাত্রার আগে হনুমান চালিশা পাঠ করলে দুর্ঘটনার ফাঁড়া কেটে যায়।



ABP Ananda

হনুমান চালিসা পাঠ করার সময় থামবেন না। তাহলে ফল পাওয়া যায় না।



ABP Ananda

মনে করা হয়, হনুমান চালিশা পাঠ করার আগে একটি জল ভর্তি পাত্র রাখুন,সংকল্প করুন।



ABP Ananda

ওই পাত্রে আম্রপল্লব রাখুন। হনুমান চালিসার পাঠ শেষ হয়ে গেলে সেই জল গাছে অর্পণ করুন।



ABP Ananda

হনুমানজিকে এদিন জুঁই তেল ও সিঁদুর দিন।



ABP Ananda

হনুমান চালিশা পাঠ করার আগে গণেশের ধ্যান করতে হবে।