আগামী ২৩ এপ্রিল পালিত হবে হনুমান জয়ন্তী। জেনে নিন ওই দিন কী কী করলে খুশি হবেন বজরঙ্গবলী
ছবি সৌজন্য - পিক্স্যাবে


শাস্ত্রে বলা হয়েছে শুদ্ধচিত্তে পবনপুত্রের পুজোর পর সুন্দরকাণ্ড পাঠ করতে হবে। তাহলেই পাওয়া যাবে বজরঙ্গবলীর বিশেষ কৃপা। ছবি সৌজন্য-পিক্সাবে



শত্রুদমন করতে চাইলে বিশেষ এই দিনে নিবেদন করুন সিঁদুরে লাল রঙের লাঙ্গট ও পানের খিলি। এর ফলে মুক্তি পাওয়া যাবে সকল সঙ্কট থেকে। ছবি সৌজন্য-পিক্সাবে



রোগ থেকে মুক্তি চাইলে বিশেষ উপায়ে পুজো করতে হবে হনুমানজির। ছবি সৌজন্য-পিক্সাবে



ভগবান হনুমানের জন্মদিনে প্রথমে পবনপুত্রের কাঁধে সিঁদুরের টিকা লাগতে হবে।



হনুমানজির কাঁধে লাগানো সেই টিকা তারপর লাগাতে হবে রোগীর মাথায়।
ছবি সৌজন্য- এবিপি নিউজ


বিশ্বাস করা হয় এই টিকা লাগানোর পরেই দূর হবে সমস্ত অমঙ্গল।



ব্যবসায় উন্নতি চাইলে হনুমান জয়ন্তীতে নিবেদন করুন তেলের প্রদীপ। ছবি সৌজন্য- পিটিআই



সন্তান চাইলে গরিবদের মধ্যে বিতরণ করুন লাড্ডু। বজরঙ্গবলী প্রসন্ন হবেন তাতে।



Thanks for Reading. UP NEXT

দুঃখকে কীভাবে জয় করবেন, পথে দেখিয়েছিলেন স্বামীজি

View next story