শ্রীরামকৃষ্ণ পরমহংসের কাছে যেমন প্রিয় ছিলেন তাঁর সন্ন্যাসী-ছেলেরা, তেমনই স্নেহের ছিলেন গৃহীভক্তরা।



সংসার ত্যাগ করার কথা কোনও দিনই বলেননি শ্রীরামকৃষ্ণ। বরং বলেছেন, সংসারে থেকেও কীভাবে মন ঈশ্বরে স্থাপন করা যায়।



সংসারী ভক্তরাও নানা সময়ে শ্রীরামকৃষ্ণের কাছে ছুটে আসতেন। সমাধান চাইতেন নানা অশান্তির।



ঠাকুর তাঁদের সহজ কথায় বোঝাতেন, পালাই পালাই করে লাভ নেই। বরং দেখাতেন এতকিছুর মধ্যেই শান্তি খুঁজে নেওয়ার পথ।



ঠাকুর বলেছেন, নির্লিপ্তভাবে সংসার করা কি রকম জান? পাঁকাল মাছের মতন।



সেটা কেমন? ঠাকুর বলছেন, পাঁকাল মাছ যেমন পাঁকের মধ্যে থাকে কিন্তু তার গায়ে পাঁক লাগে না।



ঠাকুর বলতেন, মানুষের মন দাঁড়িপাল্লার মতো,এক দিকে সংসার, আর এক দিকে ভগবান



যার সংসার, মান-সম্ভ্রমের ভার বেশী হয়, তার মন ভগবান্ থেকে উঠে গিয়ে সংসারের দিকে ঝুঁকে পড়ে



ঠাকুর বলতেন, 'ভগবানের দিকে মন রেখে সকল কাজ কর, কিন্তু মন যেন তাঁর প্রতি সর্বদা থাকে, তা হলে নিরাপদে থাকবে'



ঠাকুর বলেছেন, হাতে সমস্ত কাজকর্ম কর, কিন্তু মুখে সর্বদা ঈশ্বরের নাম জপ করতে ভুলো না