মানুষের কাছে সবচেয়ে উত্কৃষ্ঠ ধর্ম হল সত্য সত্য উপর কোন ধর্ম হয় না যে মানুষ নিজের দুঃখকে সাহসের সঙ্গে জয় করে তার কাছে অসম্ভব কার্য ও সম্ভব এটা কখনও বলোনা তুমি যা চেয়েছ ভগবান তোমায় দেয়নি তুমি নিজে অসফল তোমার কর্মের জন্য এ জগতের সবচেয়ে বড় পাপ হল নিজেকে দুর্বল ভাবা যে আগুন প্রয়োজনে উত্তাপ প্রদান করে সেই আগুন অসাবধানতায় সর্বগ্রাসী হয়ে ওঠে মনের উপর নিয়ন্ত্রণ পেতে গেলে সবার প্রথম আমাদের শরীরের উপর পূর্ণ নিয়ন্ত্রণ স্থাপন করা প্রয়োজন স্থির মনের দ্বারাই জীবনের পরম সত্যকে অনুভব করা সম্ভব