শুক্রবার মা লক্ষ্মীর দিন বলে মনে করা হয়। এই দিনে দেবীকে প্রসন্ন করার নানা উপায় রয়েছে যদি আর্থিক কারণে চিন্তিত থাকেন, তাহলে শুক্রবার এই কাজগুলি অবশ্যই করুন মা লক্ষ্মীর প্রিয় রং লাল ও সাদা। শুক্রবার এই রঙের কাপড় পরে মা লক্ষ্মীর পুজো করুন মা লক্ষ্মীর পুজো করার সময় আঙুলে রুপোর আংটি পরা উচিত শুক্রবার অবশ্যই লক্ষ্মী-নারায়ণের পাঠ করুন। এরপর ক্ষীরের ভোগ খান দাম্পত্য জীবনে সুখ চাইলে, শুক্রবার স্বামী-স্ত্রী একসঙ্গে পুজো করুন এইদিনে গরুকে রুটি খাওয়ালেও মা লক্ষ্মী প্রসন্ন হন। ধনপ্রাপ্তির আশীর্বাদ দেন মা লক্ষ্মীকে লাল কাপড়, টিপ, চুড়ি, সিঁদুর ও আলতা অর্পণ করলে তাঁর আশীর্বাদ পাওয়া যায় শুক্রবার মা লক্ষ্মীর পুজোর সময় শাঁখ ও ঘণ্টার ব্যবহার করা উচিত মা লক্ষ্মীর পুজোয় পদ্মফুল অর্পণ করুন। তাতে দেবী প্রসন্ন হন এবং সুখ-সমৃদ্ধি আসবে