অন্যের কোনও উপকার না করলে খুব বড়লোক হয়ে লাভ নেই। (ছবি সৌজন্য- এবিপি নিউজ)



দুর্বলকে আক্রমণ করবেন না। তিনি পাল্টা জবাব দিলে খুব কষ্ট হবে। (ছবি সৌজন্য- এবিপি নিউজ)



সবসময় সবার ভালো চিন্তা করা উচিত। তাতে নিজেরই লাভ হবে। (ছবি সৌজন্য- এবিপি নিউজ)



নিজের থেকে আলাদা মানসিকতার মানুষের সঙ্গে মিশবেন না। (ছবি সৌজন্য- এবিপি নিউজ)



অতিরিক্ত নয় যা প্রয়োজন তার জন্য ইশ্বরের কাছে প্রার্থনা করুন। (ছবি সৌজন্য- এবিপি নিউজ)



ধর্মকে অন্ধভাবে অনুসরণ না করে খারাপ জিনিস চিনতে শিখুন। (ছবি সৌজন্য- এবিপি নিউজ)



জীবনে বড় হতে গেলে শিক্ষককে সম্মান করুন। (ছবি সৌজন্য- এবিপি নিউজ)



যে উপকার করছেন তাঁর প্রতি কৃতজ্ঞ থাকুন। (ছবি সৌজন্য- এবিপি নিউজ)



সফলতার জন্য অনুশীলন অত্যন্ত দরকারি বলেই উল্লেখ করেছেন কবীর। (ছবি সৌজন্য- এবিপি নিউজ)