অষ্ট সিদ্ধির মধ্যে প্রথম হল অণিমা। যার মাধ্যমে শরীরকে ইচ্ছামতো ছোট করা যায়। (ছবি সৌজন্য- এবিপি নিউজ)



মহিমার কাজ হল ঠিক এর উল্টো। মানে এই শক্তির বলে শরীর হয় বিশাল। (ছবি সৌজন্য- এবিপি নিউজ)



তৃতীয় শক্তি গরিমায় ওজন বাড়ানো যায়। (ছবি সৌজন্য- পিটিআই)



গরিমার বিপরীত শক্তি হল লাঘিমা। এর দ্বারা হালকা হওয়া যায় পালকের মতো। (ছবি সৌজন্য- পিটিআই)



প্রাপ্তির সাহায্যে যেকোনও স্থানে যা খুশি অর্জন করা যায়। (ছবি সৌজন্য- পিটিআই)



প্রাকাম্যর সাহায্যে স্বপ্ন পূরণের ক্ষমতা পাওয়া যায়। (ছবি সৌজন্য- পিটিআই)



ইশিত্ব অর্জন করলে সমস্ত সৃষ্টির উপর প্রভুত্বের ক্ষমতা জন্মায়। (ছবি সৌজন্য- পিটিআই)



অষ্ট সিদ্ধির একদম শেষে রয়েছে বশিত্ব। যার দ্বারা সবকিছু নিয়ন্ত্রণে থাকে। (ছবি সৌজন্য- পিটিআই)



ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। (ছবি সৌজন্য- এবিপি নিউজ)



Thanks for Reading. UP NEXT

স্বামীজীর চোখে নারী শিক্ষা, চরিত্র গঠনে কী করতে বলেছেন বিবেকানন্দ?

View next story