অসুবিধা, নেতিবাচকতা, চাপ, কর্মজীবনে বাধা কালসর্প দোষের লক্ষণ কাল সর্প দোষ হল জ্যোতিষশাস্ত্রের অন্যতম অশুভ দোষ জন্মকুণ্ডলীতে কাল সর্প যোগ থাকে তাহলে সেই ব্যক্তিকে অনেক সমস্যায় পড়তে হয় আর্থিক সীমাবদ্ধতা, শারীরিক-মানসিক সমস্যা, মানসিক চাপ, দাম্পত্য জীবনে বাধা, নানা সমস্যার সম্মুখীন হতে হয় কালসর্প দোষ শীঘ্রই সংশোধন করা উচিত ৯ অগাস্ট নাগ পঞ্চমী, এই দিনে রয়েছে কাল সর্প দোষ থেকে মুক্তির উপায় শিবলিঙ্গে কাঁচা দুধ, বাতাসা এবং ফুল নিবেদন করুন শিবলিঙ্গে রুপোর সাপ নিবেদন করুন, এটি কালসর্প দোষ দূর করে রাহু ও কেতুর মধ্যে যখন রাশির সমস্ত গ্রহ আসে তখন কাল সর্প দোষ তৈরি হয় কালসর্প দোষ একজন ব্যক্তির অনেক সমস্যা সৃষ্টি করে