সনাতন ধর্মাবলম্বী মানুষের কাছে এই দিনটির অত্যন্ত গুরুত্ব আছে।(ছবি সৌজন্য- এবিপি নিউজ)
Published by: ABP Ananda
এমনিতে শ্রাবণ হল দেবাদিদেব মহাদেবের সবথেকে প্রিয় মাস। ( ছবি সৌজন্য- এবিপি নিউজ)
তাই শ্রাবণ বিনায়ক তিথিতে শিব ও হরি যোগ দিনটির গুরুত্ব দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। ( ছবি সৌজন্য- এবিপি নিউজ)
শ্রাবণ বিনায়ক চতুর্থীর দিন ভগবান গণেশকে সিন্দুর অর্পণ করুন এবং ওনার পায়ে সিঁদুর লাগান। মনে করা হয় এই কাজ করলে সমস্ত বিগড়ে যাওয়া কাজ ঠিক হয়ে যাবে।( ছবি সৌজন্য- এবিপি নিউজ)
শ্রাবণ বিনায়ক চতুর্থীর দিন ভগবান গণেশকে সিন্দুর অর্পণ করুন এবং ওনার পায়ে সিঁদুর লাগান। মনে করা হয় এই কাজ করলে সমস্ত বিগড়ে যাওয়া কাজ ঠিক হয়ে যাবে। ( ছবি সৌজন্য- এবিপি নিউজ)
ব্যবসা ও চাকরিতে উন্নতির জন্য বিনায়ক চতুর্থীতে ২১টি দুর্বা ঘাস নিয়ে গণেশজি অর্পণ করে সংকষ্টনারান স্তোত্র পাঠ করুন। মনে করা হয় এর ফলে চাকরিতে আসা সমস্ত বাধা দূর হয়। ( ছবি সৌজন্য- এবিপি নিউজ)
শ্রাবণ বিনায়ক চতুর্থীতে ভগবান গণেশের আরাধনা করলে রাহু ও কেতুর দোষ দূর হয়। (ছবি সৌজন্য-পিক্সাবে)
ভগবান গণেশকে লাড্ডুর ভোগ অর্পণ করে গরিব মানুষদের তা বিতরণ করুন। এর ফলে আপনার সন্তানদের শক্তি, বুদ্ধি ও বিদ্যার উন্নতি হবে। (ছবি সৌজন্য-পিক্সাবে)
যাঁদের বিয়ের ক্ষেত্রে বাধা রয়েছে তাঁরা গণেশ নীল রঙের পোশাক অর্পণ করে কলা দিয়ে ভোগ নিবেদন করুন। আর আগামী বিনায়ক চতুর্থী পর্যন্ত গণেশ চলিশা পাঠ করুন। এর ফলে খুব তাড়াতাড়ি বিবাহের যোগ তৈরি হলে। (ছবি সৌজন্য-পিক্সাবে)
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। (ছবি সৌজন্য-পিডিআই)