নাগ পঞ্চমীর দিন পিতৃদোষ থেকে মুক্তি পেতে নানা ধরনের উপায়ের নিদান দিয়েছেন জ্যোতিষীরা। (ছবি সৌজন্য- পিটিআই)
Published by: ABP Ananda
এই বছর ৯ অগাস্ট নাগ পঞ্চমী পালন করা হবে। (ছবি সৌজন্য- পিটিআই)
প্রতি বছর শ্রাবণ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে নাগ পঞ্চমী পড়ে। (ছবি সৌজন্য-গেটি)
এবছর ৯ অগাস্ট সকাল ৮.১৫ মিনিট নাগ পঞ্চমী তিথি শুরু হচ্ছে। শেষ হবে ১০ অগাস্ট সকাল ৬টা ৯ মিনিটে। (ছবি সৌজন্য- পিটিআই)
পিতৃদোষ থেকে মুক্তি পেতে পিতা ও পূর্বপুরুষদের পুজো করুন। ভগবান শিবের পুজো করে করুন মহা মৃত্যুঞ্জয় মন্ত্রের জপ।
নাগ পঞ্চমীর দিন সূর্যাস্তের পর মন্দির বা বাড়ির কোণে নাগ দেবতার উদ্দেশ্যে মাটির পাত্রে গরুর দুধ রাখুন।(ছবি সৌজন্য- পিটিআই)
নাগ পঞ্চমীর দিন গরিব, দুঃস্থ ও অসহায় মানুষদের সাহায্য করুন। এই কাজ করলে পূর্বপুরুষরা খুশি হন। (ছবি সৌজন্য- পিক্সাবে)
পিতৃদোষ থেকে মুক্ত হওয়ার জন্য এই দিন সাপের মূর্তি ও ছবিতে পুজো করা হয়। দুধ দিয়ে সাপকে স্নান করানোও হয়। (ছবি সৌজন্য- পিটিআই)
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।(ছবি সৌজন্য- পিটিআই)