শ্রাবণ মাসের শিবরাত্রিতে মহাদেবকে জলাভিষেক করানোর বিশেষ মাহাত্ম্য রয়েছে।

Published by: ABP Ananda

শিবরাত্রি মানে হল শিবের প্রিয় রাত্রি। এই দিন রাতে শিবের পুজো করা অত্যন্ত ভালো বলে মনে করা হয়।

ধর্মীয় বিশ্বাস, শিবরাত্রি তিথিতে সকাল থেকে রাত পর্যন্ত শিবলিঙ্গে ভোলানাথ বিরাজ করেন। (ছবি সৌজন্য- পিটিআই)

শিবরাত্রি তিথিতে শিবলিঙ্গে জল অপর্ণ করলে মনের কামনা দ্রুত পূরণ হয়। (ছবি সৌজন্য- পিটিআই)

এই বছর শিবরাত্রিতে মহাদেবের জলাভিষেকের সবচেয়ে শুভ মুহূর্ত হল শুক্রবার রাত ১২ টা ৬ মিনিট থেকে পরেরদিন দুপুর ১২টা ৪৯ মিনিট পর্যন্ত।

শিবরাত্রিতে প্রথমে দুধ, দই, ঘি, মধু ও চিনি একসঙ্গে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে শিবলিঙ্গকে স্নান করান। তারপর জলাভিষেক করুন। (ছবি সৌজন্য-পিটিআই)

সনাতন ধর্মে মনে করা হয়, শ্রাবণের শিবরাত্রিতে শিব ও পার্বতীর পুজো করলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। সৌভাগ্য আসে।

শিবলিঙ্গের জলাভিষেকের পর ভোলানাথের আটটি নাম-ভব, শর্ভ, রুদ্র, পশুপতি, উগ্র, মহান, ভীম ও ইশান উচ্চারণ করে বেলপাতা অপর্ণ করুন। তারপর আরতি করুন।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।