ভাল বন্ধু কোনও ব্যক্তির জীবনে চলার পথকে অনেকটাই সহজ করে দিতে পারে।



আবার উল্টোদিকে স্বার্থপর বা খারাপ বন্ধু কোনও ব্যক্তিকে টেনে নামাতে পারে অতলে।



চাণক্য নীতিতে বন্ধু এবং বন্ধুত্বের বিষয়ে বিশদে ব্য়াখা রয়েছে। কী কী বিবেচনায় আনতে হবে, বলে গিয়েছেন চাণক্য



এমন অনেকে রয়েছেন, যাঁদের আমরা খুব ভাল বন্ধু বলি। কিন্তু তাঁরা কি সত্য়িই প্রকৃত বন্ধু?



চাণক্য বলেছেন, স্বার্থপর কারণে অনেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। তাঁর পরামর্শ সংকটে নিজের চোখের জল নিজেরই মোছা হল



চাণক্যের মতে যাঁরা মিষ্টি করে কথা বলে তাঁদের থেকে সাবধান থাকা উচিত



যাঁরা মুখের সামনেই তিক্ত হলেও কড়া সত্য বলে দেয়, তাঁদের বিশ্বাস করা ভাল



চাণক্যর উক্তি, মিষ্টিতে প্রায়ই পোকামাকড় থাকে কিন্তু লবণে পোকামাকড় থাকে না।



বন্ধু বানানোর আগে অবশ্যই তার আচার-আচরণ, চরিত্র ও চিন্তা-ভাবনা যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন



ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না।



Thanks for Reading. UP NEXT

কোন কোন জিনিসে তুষ্ট হন গণপতি, সমাধান হয় সমস্যার

View next story