চাণক্য নীতিতে সেইসব মানুষের কথা বলা হয়েছে যাদের মৃত্যুর পর নরকে ঠাঁই হয় চাণক্যর মতে, দুষ্ট ও নীচ প্রবৃত্তির মানুষের নরকে ঠাঁই হয় চাণক্য নীতিতে বলা হয়েছে, ধন, বাসনার লোভ ও অহঙ্কার একজন মানুষকে নরকে নিয়ে যায় যদি কেউ নিজের কাজের মাধ্যমে বাবা-মা, বয়স্ক মানুষ ও স্ত্রীর মনে দুঃখ দেয়, তবে তার নরকে জায়গা হতে পারে নিজের স্বার্থের জন্য অন্যকে আঘাত দেওয়াও পাপ কাজের মধ্যেই পড়ে, বলেছেন চাণক্য নিজের কথাবার্তায় অন্যকে যারা আঘাত করে, সেইসব মানুষ কখনোই সুখি হয় না, বলেছেন চাণক্য গরিব মানুষকে যারা শোষণ করে তাদেরও পাপের শেষ থাকে না যারা বালিকাদের নিয়ে খারাপ চিন্তাধারা রাখে তাদের মৃত্যুর পর নরকে ঠাঁই হয় যাদের মুখ-মিষ্টি রয়েছে, কিন্তু পিছনে 'ছুরি মারতে' অভ্যস্ত, তাদের কখনোও স্বর্গে ঠাঁই হয় না ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই