ভগবান শিবের পরম ভক্ত শনিদেব ভোলেনাথকে নিজের গুরু হিসাবে মানেন বড়ঠাকুর এই কারণেই মনে করা হয় যে, ভগবান শিবকে ভয় পান শনিদেব মনে করা হয় যে যাঁরা ভগবান শিবকে শ্রদ্ধা-ভক্তি করেন তাঁদের ওপর শনিদেবের কখনোও কূদৃষ্টি পড়ে না শিবের পুজো করলে শনিদেবের কৃপালাভও হয় শিবের নিয়ন্ত্রণে থাকেন শনিদেব শনিদেবের অধিপতি দেবতা ভগবান ভৈরব কালভৈরবকে ভগবান শিবেরই অবতার মনে করা হয় ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না