শনি দেবের আশীর্বাদ থাকলে অর্থ, সম্পত্তি, সুখ ও স্বাচ্ছন্দ্যে জীবন উপভোগ্য হয়ে ওঠে। (ছবি সৌজন্য- এবিপি নিউজ)

Published by: ABP Ananda

শনি যদি কারও জন্মকুণ্ডলীতে অশুভ স্থানে থাকেন তাহলে শনি দোষের প্রভাব জীবনে দুর্বিসহ করে তোলে। (ছবি সৌজন্য- এবিপি নিউজ)

শনি অশুভ স্থানে থাকলে জীবনে সমস্যা আসতেই থাকে। ব্যবসায় উন্নতির বদলে অবনতি হয়।

গ্রহরাজ অশুভ স্থানে থাকলে চাকরি চলে যেতে পারে। যে কোনও কাজে বাধা আসে। পদোন্নতি আটকে যায়। ঋণগ্রস্ত হয়ে পড়ে মানুষ।

গ্রহরাজ অশুভ স্থানে থাকলে চাকরি চলে যেতে পারে। যে কোনও কাজে বাধা আসে। পদোন্নতি আটকে যায়। ঋণগ্রস্ত হয়ে পড়ে মানুষ।

অশুভ স্থানে থাকা শনির কারণে জীবন খুব কষ্টকর হয়ে ওঠে। বাড়ি বা গাড়ি থাকলে তা বিক্রি করার মতো পরিস্থিতি তৈরি হয়।

শনি খারাপ স্থানে থাকলে পরিশ্রমের ফল পাওয়া যায় না। চাকরির জায়গায় নানা ধরনের সমস্যা তৈরির পাশাপাশি বাড়িতে অশান্তি লেগেই থাকে। (ছবি সৌজন্য- এবিপি নিউজ)

গ্রহরাজ খারাপ অবস্থানে থাকলে হয়ে যাওয়া কাজও ভণ্ডুল হয়ে যায়। ঋণের পরিমাণ বাড়ে ও ঘরে আগুন লেগে যায়। শনির কারণে বাড়ি বিক্রি বা কোনও অংশ বন্ধক রাখতে হয়।



শনির দোষ থেকে প্রতিকার পেতে প্রতি শনিবার কলাইয়ের ডাল, কালো ছোলা ও সর্ষের তেল একসঙ্গে মিশিয়ে একটি কালো কাপড়ে বেঁধে সেটা মাথায় ঠেকান। তারপর দান দেওয়া শুরু করুন। শনিবারে ব্রত রাখুন ও গরিব মানুষদের সাহায্য করুন।

ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।