ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, শ্রাবণ হল শিবের মাস আর শিবরাত্রি ওনার সবথেকে প্রিয়। তাই দিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। (ছবি সৌজন্য- পিটিআই)
Published by: ABP Ananda
শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীর দিন শিবরাত্রি পড়ে। (ছবি সৌজন্য- পিটিআই)
শ্রাবণ শিবরাত্রিতে শিবলিঙ্গে জল নিবেদন করলে অত্যন্ত খুশি হন দেবাদিদেব। (ছবি সৌজন্য- পিটিআই)
এবছর শ্রাবণ শিবরাত্রি পড়ছে ২ অগাস্ট দুপুর ৩টে ২৬ মিনিটে। শেষ হচ্ছে ৩ অগাস্ট দুপুর ৩টে ৫০ মিনিটে।(ছবি সৌজন্য- পিটিআই)
শিবরাত্রি চার প্রহরে পুজো করলে প্রথমে দুধ,দ্বিতীয়তে দই, তৃতীয়তে ঘি ও চতুর্থ প্রহরে মধু দিয়ে পুজো করুন। সব প্রহরেই জলের ব্যবহার করবেন। (ছবি সৌজন্য- পিটিআই)
ধর্মীয় বিশ্বাস, সমুদ্র মন্থনের সময় যখন তিনি বিষ পান করেছিলেন তখন জল দিয়ে তাঁর যন্ত্রণা দূর করা হয়। তাই জল অত্যন্ত প্রিয়। (ছবি সৌজন্য- পিটিআই)
শ্রাবণ মাসে যিনি শিবলিঙ্গে জল ঢালেন মহাদেব তাঁর সমস্ত কষ্ট লাঘব করেন। (ছবি সৌজন্য- পিটিআই)
কানওয়ার যাত্রীরা গঙ্গাজল নিয়ে এসে শ্রাবণ শিবরাত্রিতে মহাদেবের জলাভিষেক করেন। এতে মোক্ষ প্রাপ্তি হয়। (ছবি সৌজন্য-পিটিআই)
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। (ছবি সৌজন্য- পিটিআই)