হিন্দু ধর্মে, তুলসি গাছে লক্ষ্মী-নারায়ণ বসবাস করেন বলে বিশ্বাস করা হয় এই কারণে হিন্দু ধর্মাবলম্বী মানুষ বাড়িতে তুলসি গাছ লাগান তুলসিকে ভগবান শ্রীকৃষ্ণ স্বরূপ বলেও মনে করা হয় ধর্মীয় মান্যতা অনুসারে, শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় তুলসি চলুন জেনে নেওয়া যাক, তুলসি গাছ কোন মাসে লাগানো উচিত ? তুলসি গাছ অক্টোবর বা নভেম্বর মাসে লাগানো ভাল বলে মনে করা হয় ফেব্রুয়ারি মাসেও এই গাছ লাগানো যেতে পারে এইসব মাসে না খুব গরম থাকে, না খুব ঠান্ডা। তাই এই সময়টা ঠিক বলে মনে করা হয় অক্সিজেনেরও ভাল উৎস তুলসি তুলসি গাছ যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে