কথিত আছে, বড় ঠাকুর ক্রুদ্ধ হলে কোনও ব্যক্তির জীবন নানারকম বাধা-বিপত্তিতে জেরবার হয়ে যায়।



তাই কোন এমন কাজ করা উচিত নয়, যাতে শনিদেব ক্রোধিত হন।



দেখা যাক, জ্যোতিষ অনুসারে কোন কোন কাজ করলে শনিদেবের রোষে পড়তে হয়।



কারো থেকে টাকা ধার নিয়ে জেনেশুনে না ফেরালে সেই ব্যক্তি বা ব্যক্তিরা বড়ঠাকুরের রোষের মুখে পড়তে পারেন।



শনি দেব কর্মকুশলতা ও পরিশ্রমকে মান্যতা দেন বলে বিশ্বাস।
নিজের কাজে অবহেলা ও আলস্য প্রকাশ করেন যাঁরা, শনি দেবের রোষের মুখে পড়তে পারেন।


সত্যবাদীদের ও সৎ ব্যক্তির উপর শনিদেব প্রসন্ন হন।
যারা মিথ্যা বলে, ঠকায়, ধোঁকা দেয়, শনি দেবের রোষের মুখে পড়ে তারা।


শান্ত ও ধৈর্যশীল ব্যক্তিদের পছন্দ বড়ঠাকুরের।
কথায় কথায় অহেতুক রেগে যায় যারা, স্বভাব-বিরক্তি যাদের, শনিদেবের ক্রোধ তাদের প্রতি বর্ষিত হতে পারে।


জেনেবুঝে পা টেনে চলাচলকারীদের উপর শনিদেব রুষ্ট হন। এদের কাজে বারংবার বাধা সৃষ্টি হয়।



বয়স্ক, অসহায় এবং শিশুদের উপর অনাদরকারীরা শনিদেবের দণ্ড ভোগ করতে পারে।



পাশাপাশি বয়স্ক, অসহায় ও শিশুদের অপমানকারীদের উপর শনিদেবতার ক্রুরদৃষ্টি পড়ে থাকে।



ডিসক্লেমার : এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না।
প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।