এই বছর শ্রাবণ মাসের শেষ সোমবার পড়েছে পূর্ণিমা তিথি। তাই দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ধর্মগুরু ও জ্যোতিষীরা।
মহাদেবের প্রিয় শ্রাবণ মাসের সোমবারে রাজ্য তথা দেশের বিভিন্ন শিব মন্দিরে পুজো দেওয়ার জন্য ভিড়ও জমান প্রচুর মানুষ।
আগামী ১৯ অগাস্ট শ্রাবণ পূর্ণিমা পালন করা হবে। এই দিনটিকে সনাতন ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মঙ্গলময় বলে মনে করা হয়।
শ্রাবণ পূর্ণিমা পবিত্র নদী বা জলাশয়ে স্নান করে দান করার বিষয়টিকে খুবই শুভ বলে মনে করা হয়।
শ্রাবণ পূর্ণিমায় রাখি উৎসবও পালিত হয়। আর এই দিনটিকে শ্রাবণ মাসের শেষ সোমবার হিসেবে পালন করা হবে।
সোমবার পড়ায় যেমন শিবের পুজো করা হবে তেমনি পূর্ণিমা থাকায় পুজো হবে ভগবান বিষ্ণুরও। আর ভোলানাথকে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফল ও ফুল অর্পণ করুন। ফল ভালো হবে।
একসঙ্গে মহাদেব ও বিষ্ণুর আরাধনা করলে জীবনে ইতিবাচক পরিবর্তন হবে বলেই বিশ্বাস। এই পূর্ণিমায় অনেকে বাড়িতে সত্যনারায়ণেরও পুজো করেন।
স্নান ও দানের পর উপোস করে পুজো করলে অত্যন্ত প্রসন্ন হন মহাদেব। সর্বদা তাঁর সুনজরে থাকা যায়।
শ্রাবণ পূর্ণিমা দিন ১৯ অগাস্ট অভিজিৎ মুহূর্তের সূচনা হচ্ছে দুপুর ১২.০৪ মিনিটে এবং শেষ হচ্ছে ১২.৫৫ মিনিটে। স্নান ও দানের শুভ মুহূর্ত ভোর ৪.৩২ মিনিট থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত।
এই পূর্ণিমায় অনেকে বাড়িতে সত্যনারায়ণেরও পুজো করেন। আর ভোলানাথকে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফল ও ফুল অর্পণ করুন। ফল ভালো হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।