দুধে এক চিমটে হলুদ মেশালেই ৫ উপকার! কেন খাবেন জেনে নিন দুধ খেতে অনেকেই ভালোবাসেন। তবে এতে এক চিমটে হলুদ মেশালেই দারুণ উপকার মেলে। হলুদের গুণেই বাড়ে দুধের পুষ্টিগুণ। হলদি দুধ অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এই দুধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। মস্তিষ্কের কোশ ভাল রাখে হলদি দুধ। হার্ট চাঙ্গা রাখে এই দুধের গুণ। অবসাদ কমাতে সাহায্য করে দুধের পুষ্টিগুণ। শীতে নিয়মিত হলদি দুধ খেলে চাঙ্গা থাকবে শরীর।