বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। তাঁর আজ জন্মদিন।

ইতিমধ্যেই জন্মদিন উদযাপনের ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। লেখেন, 'এখনও মনে হচ্ছে বয়স ২২'।

পোস্ট করলেন একগুচ্ছ ছবি। কোনও ছবিতে দেখা যাচ্ছে এক ঝাঁক কচি-কাঁচাদের সঙ্গে কেক কাটছেন তিনি। আবার পোজ দিচ্ছেন।

ছবি পোস্ট করে ঋতাভরী লিখেছেন, 'আমার জীবনের সবথেকে বড় আশীর্বাদ আমার বাচ্চারা।'

'ওদের নিঃশব্দ হাততালি, জড়িয়ে ধরা আর অনেক অনেক ভালোবাসা আমার হৃদয় পরিপূর্ণ করে দিয়েছে। সবসময়ই আমি ওদের ভালোবাসায় পরিপূর্ণ থাকি।'

'স্কুলে বাচ্চাদের সঙ্গে জন্মদিন উদযাপনে অনেক মজা হল। আমাদের প্রিয় খাবার বিরিয়ানি আর চকোলেটও ছিল সেখানে।'

একাধিক সামাজিক বার্তা দেওয়া ছবিতে অভিনয় করেছেন ঋতাভরী। সামাজিক কাজের সঙ্গেও জড়িত তিনি।

'ব্রহ্মা জানেন গোপন কম্মোটি' ছবিতে মহিলা পুরোহিতের চরিত্রে নজর কেড়েছিলেন ঋতাভরী চক্রবর্তী।

মুক্তির অপেক্ষায় ঋতাভরীর 'ফাটাফাটি'। চেহারা যে স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না, সেই বার্তাই দেবে এই ছবি।

২০০৯ সালে 'ওগো বধূ সুন্দরী' ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে পা রাখেন আজকের জনপ্রিয় অভিনেত্রী ঋতাভরী।