'রকি অউর রানি কী প্রেম কাহানি'-র প্রিমিয়ারে স্বামী রণবীর কপূরের হাতে হাত রেখে হাজির হলেন আলিয়া ভট্ট। এদিনের শোয়ে দেখা মিলল নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদিরও। ছবি দেখতে মুম্বাইয়ে এই জমকালো শো'তে দেখা মিলল চাঙ্কি পাণ্ডের। সাদা পোশাকে স্বামী ভিকি কৌশলের সঙ্গে এদিন হাজির হয়েছিলেন ক্য়াটরিনা কাইফও। 'রকি অউর রানি কী প্রেম কাহানি'-র প্রিমিয়ারে দেখা মিলল অভিনেত্রী অনন্য়া পাণ্ডেরও। দেখা মিলল অভিষেক বচ্চনেরও। এদিনের শোয়ে হাজির ছিলেন অভিনেত্রী করিশ্মা কপূর। ভাইয়ের ইব্রাহিমের সঙ্গে এদিনের শো উপভোগ করতে এসেছিলেন জেন ওয়াই তারকা সারা আলি খান।