রোহিতের নেতৃত্বাধীন ভারতীয় দল তৃতীয় খেতাব জয়ের আশায় মাঠে নামবে



সদ্যই এশিয়া কাপজয়ী টিম ইন্ডিয়া ভাল ফর্মেই রয়েছে



ঘরের মাঠে ১২ বছর পর বিশ্বজয়ের জন্য ভারত অন্যতম ফেভারিট



ভারতীয় দলের পারফরম্যান্স অনেকটাই অধিনায়ক রোহিত শর্মার ব্যাটের উপর নির্ভরশীল



বিশ্বকাপে অন্তত পাঁচটি রেকর্ড গড়তে পারেন রোহিত



৩ ছক্কা হাঁকালেই আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছয় হাঁকানোর রেকর্ড আসবে রোহিতের দখলে



বিশ্বকাপে রোহিত আর একটি শতরান হাঁকালেই ভারতীয় হিসাবে তেন্ডুলকরের সর্বাধিক শতরানের রেকর্ড ভেঙে দেবেন



২২ রান করতে পারলেই চতুর্থ ভারতীয় হিসাবে বিশ্বকাপে হাজার রান করে ফেলবেন রোহিত



৩৫২ রান করলে আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চম ভারতীয় হিসাবে ১৮ হাজার রান করার কৃতিত্বও চলে আসবে রোহিতের ঝুলিতে



তিনটি অর্ধশতরান হাঁকালেই তিন ফর্ম্যাট মিলিয়ে ১০০টি অর্ধশতরান করে ফেলবেন ভারতীয় অধিনায়ক