আপাতত টলিউডের প্রথম সারির অভিনেত্রী রুক্মিণী মৈত্রের ঠিকানা মলদ্বীপ। ছবি মুক্তির আগে মলদ্বীপের নীল সমুদ্রসৈকতে ছুটি কাটাচ্ছেন তিনি। নায়িকার এই সফরে তাঁর সঙ্গী মা মধুমিতা মৈত্র। সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে ছবি শেয়ার করে নিয়েছেন রুক্মিণীর রুক্মিণীর এই সফরে তাঁর সঙ্গী হয়েছেন নায়ক দেবও। তবে একসঙ্গে ছবি শেয়ার করেননি দেব-রুক্মিণী মায়ের সঙ্গে নীল সমুদ্রের বুকে সময় কাটাচ্ছেন রুক্মিণী মায়ের সঙ্গে নীল সমুদ্রসৈকতে ছবি ভাগ করে নিয়েছেন তিনি। সেই পোস্টের ক্যাপশানে রুক্মিণী লিখেছেন, 'আমার সবচেয়ে ভালো দৃশ্য দেখা হয় তোমার সঙ্গেই।' সমুদ্রের তীরে বসে আলসে ছবি ভাগ করে নিয়েছেন রুক্মিণীও। আগামী ২৯ এপ্রিল মুক্তি পাবে রাহুল মুখোপাধ্যায়ের প্রথম ছবি ‘কিশমিশ’। ছবির নায়ক-নায়িকা দেব আর রুক্মিণী।