সাত পাকে বাঁধা পড়লেন রুতুরাজ গায়কোয়াড পাত্রী দীর্ঘদিনের প্রেমিকা উৎকর্ষা পাওয়ার সিএসকে আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি হাতে পোজ দিয়েছিলেন ২ জনে ২৪ বছরের উৎকর্ষা নিজেও ক্রিকেটার একজন ২ জনেই রাজ্য দল মহারাষ্ট্রের হয়ে খেলেন শনিবার মহাবালেশ্বরে সাতপাকে বাঁধা পড়েন দুজনে বিয়ের সময় সবুজ রঙের শাড়ি পরেছিলেন উৎকর্ষা। হালকা ক্রিম রঙের কুর্তা পরেছিলেন ঋতুরাজ। তাঁর পাগড়ি ছিল সবুজ রঙের আইপিএলে সিএসকের হয়ে এবার ৫৯০ রান করেছেন ওপেনে নেমে রুতুরাজ মহিলাদের এক দিনের ট্রফিতে ২০২১ সালে পঞ্জাবের বিরুদ্ধে শেষ খেলেছেন উৎকর্ষা