নতুন ছবি 'তাহাদের কথা'-র হাত ধরে বড়পর্দায় পা রাখছেন অভিনেত্রী তৃষা দাস নতুন পরিচালকের হাত ধরে ফের বড়পর্দায় ঋষভ বসু, আজ প্রকাশ পেল তাঁর ছবির লুক এই ছবিতে রাজনন্দিনী পালের সঙ্গে জুটি বাঁধছেন অনিন্দ্য সেনগুপ্ত। সুব্রত ঘোষের পরিচালনায় আসছে নতুন ছবি 'তাহাদের কথা', দুটি জুটির গল্প বলবে এই ছবি। যাঁরা সমাজে খুব একটা পরিচিত নয়, যাঁদের কথা কেউ শুনতে চায় না, তাঁদের গল্প নিয়েই তৈরি হচ্ছে এই ছবি। এই ছবিতে ঋষভের চরিত্রের নাম রফিকুল, একজন নকশাল আন্দোলনের কর্মী হিসেবে দেখা যাবে ঋষভকে অনলের চরিত্রে রয়েছেন অনিন্দ্য আর শ্রীনাথের ভূমিকায় দেখা যাবে কৃষ্ণেন্দুকে। অনিন্দ্যর চরিত্রের নাম অনল। সে একটি কর্পোরেট অফিসে চাকরি করে। সবার মধ্যে থেকেও যেন তাঁরা আলাদা। সেই গল্পই বলবে এই ছবি।