১ জুলাই থেকে সরকারি কর্মচারীদের বেতনে বাম্পার বৃদ্ধি হতে পারে। রিপোর্ট বলছে, সরকারি কর্মীদের ডিএ বাড়াতে চলেছে সরকার।
সবকিছু ঠিক থাকলে বর্তমানের 34 শতাংশ হারে ডিএ-র পরিবর্তে 38 শতাংশ মহার্ঘ ভাতা পাবেন কর্মীরা।
ডিএ-বৃদ্ধির সিদ্ধান্তে সিলমোহর পড়লে সরকার মহার্ঘ ভাতা সম্পূর্ণ 4 শতাংশ বৃদ্ধি করতে পারে। অন্তত সাউথ ব্লকে কান পাতলে তেমনই শোনা যাচ্ছে।
মুল্যবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় ও কর্মচারীর কর্মদক্ষতার ভিত্তিতেই নেওয়া হবে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত।
সেই ক্ষেত্রে প্রতি বছর মূল বেতন বৃদ্ধি করবে সরকার। 2024 সাল পর্যন্ত কার্যকর করা হতে পারে এই নিয়ম।
বেতন বৃদ্ধির এই ফর্মুলা আসার পর অষ্টম বেতন কমিশনের তেমন আশা নেই।এটিকে 'অটোমেটিক পে রিভিশন' বলা যেতে পারে।
একটি নির্দিষ্ট সূত্র ধরেই বাড়বে সরকারি কর্মীদের বেতন। যদি কোনও ব্যক্তির 50 শতাংশ ডিএ থাকে, তবে বেতন স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে।
অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI) অনুসারে, সরকার ডিএ সম্পূর্ণ 4 শতাংশ বৃদ্ধি করতে পারে। পরে বদলে দেওয়া হবে বেতন বৃদ্ধির নীতি।