নামী-দামি গায়কদের টেক্কা দিতেন,

গ্রামের নামে পদবী রেখেছিলেন

গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালা,

পঞ্জাবে দিনে-দুপুরে খুন হলেন

কানাডা নিবাসী গ্যাংস্টার গোল্ডি বরার,

খুনের দায় স্বীকার করেছেন

আসল নাম শুভদীপ সিংহ সিধু,

মূলত গ্যাংস্টার র‍্যাপ গাইতেন

ইলেক্টিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি,

পরে সঙ্গীত নিয়েও পড়াশোনা

কানাডায় ছিলেন দীর্ঘ দিন,

২০২১-এ কংগ্রেসে যোগদান

গানের জগতে বিতর্কিত নাম ছিলেন,

গানে গ্যাংস্টারদের মাহাত্ম্য প্রচারের অভিযোগ

শিখ যোদ্ধা মাঈ ভাগোকে অপমান!

ক্ষমা চাইতে হয় সিধুকে

একে-৪৭ চালানোর মামলায় জামিন পেয়ে

‘সঞ্জু’ গানটি প্রকাশ করেন

সঞ্জয় দত্তের সঙ্গে নিজের তুলনা!

একে-৪৭ টালানোর অভিযোগে মামলাও