'কোটা ফ্যাক্টরি'র জিতু ভাইয়া বা 'পঞ্চায়েত'-এর সচিবজী। তিনি জিতেন্দ্র কুমার, সিনেপ্রেমীদের লেটেস্ট হার্টথ্রব। জিতেন্দ্র কুমারের পড়াশোনা আইআইটি খড়্গপুর থেকে। সেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াকালীন অভিনয়ের প্রতি ঝোঁক বাড়ে তাঁর। সেখানে 'হিন্দি টেকনোলজি ড্রামাটিকস সোসাইটি'র গভর্নর হিসেবে একাধিক নাটকে অংশ নিয়েছেন। 'দ্য ভাইরাল ফিভার'-এর এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর বিশ্বপতি সরকারের দেখা হয় তাঁর সঙ্গে। এরপর ২০১৩ সালে 'মুন্না জসবাতি: দ্য কিউ-টিয়া ইন্টার্ন'-এ দেখা যায় তাঁকে। সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় সেটি প্রায় ৩ মিলিয়নের বেশি ভিউজ সমেত। এরপর থেকে 'টিভিএফ'-এর একাধিক ভিডিও ও সিরিজে অভিনয় করেন জিতেন্দ্র। যাদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হয় 'কোটা ফ্যাক্টরি'। ২০১৯ সালে 'গন কেশ' নামক হিন্দি কমেডি ড্রামা ঘরানার ছবিতে অভিনয় করেন। এরপর ২০২০ সালে জিতেন্দ্রকে দেখা যায় আয়ুষ্মান খুরানার সঙ্গে 'শুভ মঙ্গল জেয়াদা সাবধান' ছবিতে অভিনয় করতে। ২০২০ সালে 'চমন বাহার' ছবিতে দেখা যায় তাঁকে। ছোট্ট গ্রামের পানওয়ালার চরিত্রে অভিনয় করেন। সম্প্রতি মুক্তি পেয়েছে 'পঞ্চায়েত' ওয়েব সিরিজের দ্বিতীয় সিজন। ফের সাবলীল অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন জিতেন্দ্র।