২ বছরে পা দিল সঙ্গীত তিওয়ারি আর সঞ্চারী মন্ডলের সংসার বিবাহবার্ষিকী পালন করতে টলিপাড়ার এই জুটি বেছে নিলেন সমুদ্রতীর। বিবাহবার্ষিকীর সকালে পুরীর মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করে দিন শুরু করলেন সঙ্গীত-সঞ্চারী। বিবাহবার্ষিকীর রাতে লাল পোশাকে রংমিলান্তি সঙ্গীত-সঞ্চারীর। লাল বেলুনে সাজানো ঘরে একসঙ্গে কেকে ছুরি চালালেন দম্পতি সোশ্যাল মিডিয়ায় বিবাহবার্ষিকীর মিষ্টি সব ছবি ভাগ করে নিয়েছেন সঙ্গীত সঞ্চারী। আপাতত 'গাঁটছড়া' ধারাবাহিকে অভিনয় করছেন সঞ্চারী সঞ্চারীর সমুদ্র পছন্দ, আর তাই বিশেষ দিনটা সমুদ্রের ধারেই কাটালেন সঙ্গীত-সঞ্চারী গোলাপি বেনারসিতে অপরূপা সঞ্চারী, রংমিলান্তি সঙ্গীতেরও