বেড়াতে যেতে যে কতটা পছন্দ করেন সারা আলি খান তা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলেই বোঝা যায় তাই তো কাজের ফাঁকে সময় পেলেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন সদ্যই নিজের ইনস্টাগ্রাম হ্য়ান্ডলে কাশ্মীর ভ্রমণের ছবি পোস্ট করেছেন ছবি পোস্ট করে নিজেকে কাশ্মীর কি কলি বলেছেন অভিনেত্রী তবে শুধু বেড়াতে যাওয়াই পছন্দ নয়, ট্রেকিংয়েও পারদর্শী সারা আলি খান সারা আলি খানকে শেষবার পর্দায় দেখা গিয়েছে পরিচালক আনন্দ এল রাইয়ের 'আতরঙ্গী রে' ছবিতে এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যায় ধনুশ এবং অক্ষয় কুমারকে ছবিটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে, এই ছবির জন্য প্রশংসিত হন সারা বর্তমানে একাধিক ছবির কাজ হাতে রয়েছে সারা আলি খানের তাঁকে আগামীতে দেখা যাবে ভিকি কৌশল, বিক্রান্ত মেসিদের মতো অভিনেতাদের বিপরীতে