পুজোর পর ভাল ভাল শাড়ি ফের আলমারিতে তুলে রাখার পালা।
শাড়ির যত্নে মানতেই হবে কিছু নিয়ম। নইলে নতুন শাড় বরবাদ।
আলমারিতে শাড়ি ভাঁজ করে রাখার পরিবর্তে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা ভাল।
ব্যবহার করা সুতির শাড়ি কাপড়ে মুড়ে ইস্ত্রি করে নিন।
কাপড় আলমারিতে তোলার সময় রাখুন কর্পূর।
কাদা লাগা শাড়ির উপর ইস্ত্রি করবেন না। ওই জায়গায় লিক্যুই়ড ডিটার্জেন্ট দিয়ে ধুতে হবে।
সিল্কের শাড়িতে দাগ লাগলে ড্রাই ওয়াশ করতে দিন।
সিল্ক শাড়ি ভালো রাখতে মাঝে মধ্যেই ভাঁজ পরিবর্তন জরুরি।
কাপড়ের থলিতে কালোজিরে রেখে আলমারির এককোণে রাখুন।
দামি ভারী কাজের শাড়ি প্রতি বছর একবার পালিশ করিয়ে নিন।
মসলিন কাপড় দিয়ে সিল্কের শাড়ি ঢেকে রাখুন।