২০০২ সালে আজকের দিনেই মুক্তি পেয়েছিল 'সাথী', মুখ্য চরিত্রে অভিনয় করেন জিৎ এবং প্রিয়ঙ্কা ত্রিবেদী 'সাথী' ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়, রঞ্জিত মল্লিক, অনামিকা সাহা, কাঞ্চন মল্লিক, রাজেশ শর্মা, সাগ্নিক চট্টোপাধ্যায় এবং আরও অনেককে বাংলা ছবির দর্শকেরা যখন নতুন মুখ খুঁজছেন, তখনই পরিচালক হরনাথ চক্রবর্তীর হাত ধরে আত্মপ্রকাশ হয় জিতের 'সাথী' ছবিটি শুধু দর্শকদেরই অত্যন্ত পছন্দের নয়, সমালোচকদের কাছ থেকেও প্রশংসা অর্জন করে নেয় বক্স অফিসে দারুণ সাফল্য পায় এই ছবি। জানা যায়, সবথেকে বেশি ব্যবসা করা বাংলা ছবির মধ্যে অন্যতম 'সাথী' জানা যায়, ২০০২ সালে মুক্তি পাওয়া 'সাথী' বক্স অফিসে প্রায় ১০ কোটি টাকার মতো ব্যবসা করেছিল আজ 'সাথী' ছবির ২০ বছর পূর্তিতে আবেগপ্রবণ ছবির অভিনেতাদের থেকে নির্মাতারা বাংলা ছবির দর্শক নতুন এক জুটিকে পায়, জিৎ-প্রিয়ঙ্কা জুটি দর্শকের কাছে দারুণ জনপ্রিয় হয়ে ওঠে 'ও বন্ধু তুমি শুনতে কি পাও' থেকে 'বলব তোমায় আজকে আমি', কিংবা 'এই ভালোবাসা তোমাকেই পেতে চায়' আজও বাজে আজ 'সাথী' ছবির ২০ বছর পূর্তির সঙ্গে সঙ্গে টলিউডে ২০ বছর পূরণ করে ফেললেন জিৎ