আজ জন্মদিন সতীশ কৌশিকের, জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য রুপোলি পর্দার অভিনেতা হওয়া ছাড়াও তিনি থিয়েটারেরও একজন অত্যন্ত জনপ্রিয় মুখ অভিনয় এবং পরিচালনা ছাড়াও চিত্রনাট্যকার হিসেবেও একইরকম জনপ্রিয় সতীশ কৌশিক অনিল কপূর, প্রয়াত শ্রীদেবী, নাসিরুদ্দিন শাহ, জ্যাকি শ্রফদের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন পেশার চাপে নেশাকে এড়িয়ে চলেন না সতীশ কৌশিক, গান গাওয়া এবং বেড়াতে যাওয়া তাঁর নেশা অমিতাভ বচ্চন, সলমন খান, অনিল কপূর, মাধুরী দীক্ষিত, জ্যাকি শ্রফ, বরুণ ধবন, ওম পুরি, শ্রীদেবী, কাজল তাঁর পছন্দের অভিনেতা কেবলমাত্র ছবিতে অভিনয় করা কিংবা ছবির চিত্রনাট্য লেখাই নয়, ছবি দেখতেও খুবই পছন্দ করেন সতীশ কৌশিক শোনা যায়, অভিনেত্রী নীনা গুপ্তা যখন অন্তঃসত্ত্বা ছিলেন, তখন তাঁকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন সতীশ কৌশিক আজ জন্মদিনে ৬৫ বছরে পা দিলেন সতীশ কৌশিক, তাঁকে জন্মদিনের অনেক শুভেচ্ছা