দেশে কোভিডকালে বেড়ে গিয়েছে ডিজিটাল লেনদেন। সংক্রমণের আশঙ্কায় বাড়িতে বসেই অনলাইনে আর্থিক লেনদেন করেছেন গ্রাহকরা।
যাতে সময় বাঁচলেও সাইবার জালিয়াতির ঘটনা বেড়েই চলেছে। গ্রাহকদের এই প্রতারণা থেকে রক্ষা করতে নতুন উদ্যোগ নিয়েছে স্টেট ব্যাঙ্ক
অনলাইন আর্থিক লেনদেনে প্রতারণার আগেই বিমা কভার নিয়ে এসেছে কোম্পানি।
এর আগে অর্থাৎ ২০১৮ সালে এই প্রতারণার টাকার অঙ্কটা ছিল ২.০৮ লক্ষ, যা পরে বেড়ে ১৪.০২ লক্ষ টাকা হয়েছে।
তবে শুধু CERTএর তথ্য নয়, একই কথা বলছে দেশের সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি।
অনলাইনে আর্থিক প্রতারণা থেকে রক্ষা পেতে বিকল্প হতে পারে বিমা কভার।
এই পরিস্থিতি রুখতে গ্রাহকদের বিমা কভার দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। এই বিমা কভারের নাম দেওয়া হয়েছে, 'সাইবার ভল্ট এজ ইন্স্যুরেন্স প্ল্যান'।
কোনও কারণে আইনি সহায়তার প্রয়োজন হলেও ব্যয়ের টাকা বহন করবে 'সাইবার ভল্টএজ' বিমা।এর সঙ্গে আপনার ডেটা পুনরুদ্ধারের খরচও দেবে কোম্পানি।