Image Source: NASA

এই মহাজগত এক অপার বিস্ময়। আর তার মধ্য়ে এখনও পর্যন্ত একমাত্র প্রাণের খোঁজ মিলেছে পৃথিবীতে।

Image Source: NASA

তাই পৃথিবী যেন আরও বহুগুণ বেশি বিস্ময়। রুক্ষ, শুষ্ক মহাজগতে একখন্ড সুজলাং সুফলাং গ্রহ।

Image Source: NASA

মানুষের জানার ইচ্ছে পৃথিবীকে নানাভাবে দেখেছে, জেনেছে। নাসা, ইসরোসহ নানা স্পেস সংস্থা আমাদের মনোমোহিনী বাসগ্রহের ছবি তুলেছে।

Image Source: NASA

নাসার একাধিক ছবি ফুটিয়ে তুলেছে পৃথীবীর নীল সমুদ্র, সবুজ ভূখন্ড।

Image Source: NASA

ধূসর মহাজগতে এই সবুজ এক বিরলতম সম্পদ।

Image Source: NASA

গোদার স্পেস ফ্লাইট সেন্টার থেকে প্রকাশিত ছবিতে পৃথিবীর ভূখন্ডের পাশপাশি ভাসমান মেঘের চেহারাও ফুটিয়ে তুলেছে পৃথিবীর আবহাওয়া।

Image Source: ISRO

তবে ইসরোর তোলা গ্লোবাল ফলস কালার কম্পোজিট মোজাইক জেনারেটড ছবি নিঃসন্দেহে সুন্দর ও মনোহর।

Image Source: NASA

পৃথিবীতে প্রাণের সৃষ্টিকে গোটা মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্য বলা যায়। আজও তার সমাধান হয়নি।

Image Source: NASA

নাসা, ইসরো ছাড়াও ইউরোপিয়ান স্পেস এজেন্সি, চিনের স্পেস সংস্থাও নানা সময় প্রচুর ছবি তুলেছে এই গ্রহের।

পৃথিবীর এই বিরল সৌন্দর্য মানুষের পক্ষেই ধরে রাখা সম্ভব। স্পেস সংস্থআর প্রতিটি ছবির আরাম যেন সেই দায়িত্বের কথা মনে করিয়ে দেয়।