ইতিহাস, বিজ্ঞান, সাধারণ জ্ঞান, বই ছাড়া চলে না এক মুহূর্তে

স্মার্টফোনের যুগে বই পড়ার অভ্যাস যদিও চলে যাচ্ছে

কিন্তু পৃথিবীতে লেখা প্রথম বই কোনটি জানেন?

এপিক অফ গিলগামেশ পৃথিবীতে লেখা প্রথম বই

প্রাচীন সুমেরীয় সভ্যতার নিদর্শন থেকে মেলে খোঁজ

টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চল, বর্তমানে ইরাক নামে পরিচিত

অধুনা ইরাকেই বইটি লেখা হয়েছিল বলে মনে করা হয়

বইয়ের মুখ্য চরিত্রের নাম গিলগামেশ, যিনি সুমেরীয় উরুক সাম্রাজ্যের শাসক ছিলেন

অমরত্বের সন্ধানে তাঁর যাত্রার আখ্যানই পৌরাণিক কাহিনি হিসেবে বর্ণিত বইয়ে

কাদামাটির পাতের খোদাই কাহিনির পূর্ণাঙ্গ পাণ্ডুলিপি পাওয়া যায়