শান্ত পরিবেশকে বিদীর্ণ করে
ফুঁসে উঠল ফিলিপিন্সের আগ্নেয়গিরি


মাউন্ট কানলাওন আগ্নেয়গিরি
থেকে অগ্ন্যুৎপাত ঘটল


মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায়
ঢেকে গেল আকাশ


কয়েক কিলোমিটার দূর্যন্ত পড়ল
ছিটকে পড়ল ছাই-পাথর


জ্বালামুখ ছাড়িয়ে ধোঁয়ার কুণ্ডলী
আকাশের দিকে প্রা ৪ কিমি উঠে যায়


ফিলিপিন্সে মোট ২৪টি সক্রিয়
আগ্নেয়গিরি রয়েছে


মাউন্ট কানলাওন
তার মধ্যে অন্যতম


বিশেষজ্ঞরা আগে থেকে সতর্ক করলেও,
ধোঁয়া দেখলেও বাসিন্দারা গুরুত্ব দেননি বলে অভিযোগ


আশেপাশের এলাকা খালি হরা হচ্ছে,
মারাত্মক ক্ষয়ক্ষতি নেই এখনও পর্যন্ত


১৮৬৬ সাল থেকে এখনও পর্যন্ত
৪০ বার অগ্ন্যুৎপাত ঘটেছে ওই আগ্নেয়গিরিতে