রুক্ষ-শুষ্ক পরিবেশ, ধূ ধূ মরুভূমি চারিদিকে সৌদি আরবের সেই মরুভূমিতেই এবার তুষারপাত আল জওফ অঞ্চলের মরুভূমিতে ভারী তুষারপাত হল এমন বেনজির দৃশ্য দেখতে ভিড় করলেন সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল সেখানকার ছবি ও ভিডিও সম্প্রতি আরব সাগর থেকে নিম্নচাপ ঢুকে পড়ে সেখানে ভারী বৃষ্টি নেমে আসে প্রথমে, শিলাবৃষ্টিও হয়, নেমে যায় তাপমাত্রা এর পরই মুরুভূমিতে ভারী তুষারপাত ঘটে হলদেটে বালুকারাশি ঢেকে যায় বরফের চাদরে সৌদির পার্বত্য অঞ্চলে তুষারপাত ঘটলেও, ওই মরুভূমিতে এই প্রথম তুষারপাত