গ্রিক পুরাণের সাহসী রাজার নামে হয়েছিল নামকরণ

কিন্তু চাঁদের বুকে সফল হল না Odysseus-এর অভিযান

পাঁচ দশক পর চাঁদের বুকে প্রত্যাবর্তন ঘটে আমেরিকার

বেসরকারি সংস্থার চন্দ্রযান চাঁদের মাটি ছোঁয় গত ২২ ফেব্রুয়ারি

কিন্তু বিপত্তি বাধে গোড়াতেই, কাত হয়ে চাঁদের মাটি ছোঁয় Odysseus

তার পর হাজার চেষ্টা চালিয়েও আর নিজের পায়ে দাঁড় করানো যায়নি

এক সপ্তাহ পরই আঁধার নেমে আসে পৃথিবীর উপগ্রহের বুকে

তার পর ফের সূর্যের আলো ফুটলেও আর ঘুম ভাঙেনি Odysseus-এর

শনিবার Odysseus-এর মৃত্যুর খবর জানাল বেসরকারি সংস্থা

ইতিহাস রচনা করেও চাঁদের বুকে অভিযান সুখকর হল না Odysseus-এর

Thanks for Reading. UP NEXT

NASA-র ক্যামেরায় আলো-আঁধারির ছায়াপথগুলি...

View next story