সালোয়ার কামিজ হোক বা শাড়ি, সাদা পোশাকে নজরকাড়া টলি নায়িকারা। সাদা আনারকলি সালোয়ার কামিজে নজর কেড়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। চোখে পুরাতনী চশমা, সাদা ঢাকাই, খোঁপাই সোহিনী সরকারের সাজ স্নিগ্ধতা ছড়িয়েছে। সাদা ঝলমলে শাড়ি এবং ব্যাকলেস ব্লাউজে নজর কাড়ছেন মিমি চক্রবর্তী। ফুলহাতা ব্রাউজের হাতে রয়েছে পালকের কাজ, চুলে খোঁপা বেঁধেছেন মিমি। লাল সাদা তাঁতের শাড়িতে ইশা সাহার সাজে সাবেকি ছোঁয়া। হাতে একগোছা রুপোর চুড়ি পরেছেন ইশা, খোলা চুলের সঙ্গে কপালে মানানসই টিপ।