গরমে সুস্থ থাকতে ফল আবশ্যক। নিয়মিত খেতে হবে রসালো ফল তরমুজ

তরমুজে রয়েছে প্রয়োজনীয় অ্যান্টি-অক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ। গরমে ডিহাইড্রেশনের সমস্যা থেকে পরিত্রাণ মিলতে পারে এই ফলে।

হার্টের স্বাস্থ্য ভাল রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তরমুজ

এই ফলে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট কোষের ক্ষতি ও ধমনী পথে বাধা রোধ করে।

গরমে ডিহাইড্রেশনের মতো সমস্যা প্রায়ই লেগে থাকে যার মোকাবিলায় তরমুজের জুড়ি মেলা ভার। এই ফল রসালো অর্থাৎ জলজ ভাগ বেশি থাকা গরমে ডিহাইড্রেশন ঠেকাতে পারে।

অ্যান্টি-অক্সিডেন্টের পাশাপাশি তরমুজে রয়েছে লাইকোপেন ও ভিটামিন সি।

প্রদাহ ও উদ্বেগ কমাতে সাহায্য করে।

জলের পরিমাণ বেশি থাকার পাশাপাশি তরমুজে রয়েছে ভিটামিন সি ও বি৬

তাই এই ফল ত্বকের গঠন এবং নমনীয়তা ধরে রাখতে পারে।

রসালো হওয়ায়, তরমুজ খেলে পেট ভরে থাকে এবং তাতে খিদেও কম হয় কাজেই, পাতে এই ফল থাকলে ওজন ঝরতে পারে।

তরমুজে থাকা ভিটামিন সি হাঁপানি রোগের দুর্ভোগ কমাতে সাহায্য করতে পারে

রসালো এই ফলে রয়েছে ৪০ শতাংশ ভিটামিন সি, যা শ্বাসকষ্টের মোকাবিলা করতে পারে।

গরমে হিট স্ট্রোক একটি মারাত্মক সমস্যা

তরমুজে রয়েছে ইলেক্ট্রোলাইট যা হিট স্ট্রোক প্রতিরোধ করতে পারে। তাই তরমুজের রসে চুমুক দিন এবং এটি আপনার শরীরকে ঠান্ডা রাখবে।

মানবদেহ শ্বাস-প্রশ্বাসের বায়ু সহ বিভিন্ন খাবার থেকে প্রচুর পরিমাণে বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসে।

এই টক্সিনগুলি কিডনি দিয়ে বেরিয়ে যায় এবং কিডনিকে সুস্থ রাখতে ও ভালভাবে কাজ করার জন্য প্রতিদিন এক গ্লাস তরমুজের রস পান করা উচিত।

তরমুজে রয়েছে জল ও ফাইবার বদহজম ও কোষ্টকাঠিন্যের সমস্যা কাটিয়ে দিতে পারে এই ফল।