সোমে ফের রেকর্ড উচ্চতা গড়তে পারে বাজার, তেমনই মনে করছেন বিশেষজ্ঞরা।

যদিও বাজার বিশেষজ্ঞদের একাংশের ধারণা, ফের কারেকশন মোডে গিয়ে ১৯,০০০-এর দিকে ছুটবে নিফটি।

শুক্রবার নিফটি, সেনসেক্সে তেমনই ইঙ্গিত দেখিয়েছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন।

ভারতের শেয়ার বাজারের চার্ট বলছে, এবার ১৯০০০ ছোঁবে নিফটি। এরপরে ফের কারেকশনে যেতে পারে বাজার।

আগে মন্দার কথা বললেও এবার আশার অভয় দিয়েছে মার্কিন বাজার। আমেরিকায় কমতে পারে ফেড রেট।

আগে ৭৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছিল ফেড রেট। যার ফলে মার্কিন শেয়ার বাজারে ধস নামে।

শোনা যাচ্ছে এবার সেই ফেড রেট ৫০ বেসিস পয়েন্ট কমতে পারে। মূলত, মার্কিন মুলুকে মূদ্রাস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই এই সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

এর প্রভাব পড়বে বিশ্ববাজারে। তাই ভারতের বাজারে ফের বুল রানের পূর্বাভাস দিচ্ছেন অর্থনীতিবিদরা।

সেই ক্ষেত্রে ধসের পরিবর্তে এবার সর্বকালীন রেকর্ড গড়ার মুখে এগোতে পারে নিফটি। চলতি মাসেই ১৯০০০ ছুঁতে পারে সূচক।