মঙ্গলে অমঙ্গলের ছায়া পড়ল না ভারতীয় শেয়ার বাজারে। প্রথমে লালে খুললেও দিনের শেষ সবুজে বন্ধ হল স্টক মার্কেট।
এদিন নিফটি ০.৫৯ শতাংশ বেড়ে ১৭৫৭৭.৫০ পয়েন্টে বন্ধ হয়েছে। প্রথমে লালে থাকলেও দিনের শেষে দ্রুত ছুট দিয়েছে বুলসরা।
বাজারে আজ তথ্যপ্রযুক্তি খাত ছাড়া বাকি সব খাতের শেয়ারের দর উঠেছে।
এদিন ব্যাঙ্কিং, অটো, ফার্মা, এফএমসিজি, জ্বালানি, ধাতু, ভোগ্যপণ্য, তেল-গ্যাস ছাড়াও মিডিয়া খাতের শেয়ারে কেনাবেচা হয়েছে।
নিফটির ৫০টি স্টকের মধ্যে ৪১টি স্টক সবুজে বন্ধ হয়েছে, বাকি ৯টি শেয়ার লালে বন্ধ হয়েছে।
এদিন ইনফোসিস ১.৭৪, টিসিএস ১.৫৯, ডিভিস ল্যাব ১.৩৩, হিন্দুস্থান লিভার ১.২১, এইচসিএলটেক ০.৯৮ শতাংশ কমেছে।
তবে বাজার উঠলেও স্টক সেভাবে বাড়েনি বলে চিন্তা রয়েছে বিনিয়োগকারীদের মনে। আমাদের এই তালিকা নিফটি ফিফটির ওপর ভিত্তি করে তৈরি।