আজ আশঙ্কাই সত্যি হয়েছে। কারেকশন মুডে গেছে সেনসেক্স, নিফটি। শুরুতেই পতনের মুখ দেখে বাজার।

দিনের শেষে নিফটি ১.৫১ শতাংশ কমে ১৭৪৯০.৭০ পয়েন্টে বন্ধ হয়। বেশিরভাগ স্টকই লালে দৌড় থামায় আজ।

একই অবস্থা হয় সেনসেক্সের। ১.৪৬ শতাংশ পড়ে বম্ব স্টক এক্সচেঞ্জ দৌড় থামায় ৫৮৭৭৩.৮৭ পয়েন্টে।

আজ বাজারে সব খাতে শেয়ারের পতন হয়েছে। তথ্যপ্রযুক্তি, ব্যাঙ্কিং, অটো, ফার্মা, এফএমসিজি, এনার্জি, মেটালস, কনজিউমার ডিউরেবলসে ভারী বিক্রি দেখা গেছে।

তেল ও গ্যাস ছাড়াও মিডিয়া সেক্টরের শেয়ারে ব্যাপক পতন দেখা গিয়েছে।

নিফটির ৫০টি স্টকের মধ্যে, মাত্র ৫টি স্টক সবুজ রঙে বন্ধ হয়েছে, যেখানে ৪৫টি শেয়ারের পতন হয়েছে৷

সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে কেবল একটি শেয়ার সবুজ চিহ্নে বন্ধ হয়েছে বাকি ২৯টি লালে দৌড় থামিয়েছে। ব্যাঙ্ক নিফটির ১২টি স্টক লালে বন্ধ হয়েছে।

এদিন টাটা স্টিল ৪.৪১, টাটা মোটরস ৩.৭০ শতাংশ, আদানি পোর্টস ৩.৬৫ শতাংশ, এশিয়ান পেইন্টস ৩.৬৩, ডিভিজ ল্যাব ৩.১৯ শতাংশ কমেছে।

এদিন টাটা কনজিউমারস ০.৮৩ শতাংশ, কোল ইন্ডিয়া ০.৬৪ শতাংশ, আইটিসি ০.৫৯ শতাংশ, ব্রিটানিয়া ০.৩৪ শতাংশ, নেসলে ইন্ডিয়া ০.২০ শতাংশ বেড়েছে।

এই পতন মঙ্গলে বাড়তে পারে বলে আশঙ্কা করছে বাজার বিশেষজ্ঞরা। তবে কারেশন নিয়ে ফের চলতি সপ্তাহে উঠতে পারে বাজার।