আজ আশঙ্কাই সত্যি হয়েছে। কারেকশন মুডে গেছে সেনসেক্স, নিফটি। শুরুতেই পতনের মুখ দেখে বাজার।
দিনের শেষে নিফটি ১.৫১ শতাংশ কমে ১৭৪৯০.৭০ পয়েন্টে বন্ধ হয়। বেশিরভাগ স্টকই লালে দৌড় থামায় আজ।
আজ বাজারে সব খাতে শেয়ারের পতন হয়েছে। তথ্যপ্রযুক্তি, ব্যাঙ্কিং, অটো, ফার্মা, এফএমসিজি, এনার্জি, মেটালস, কনজিউমার ডিউরেবলসে ভারী বিক্রি দেখা গেছে।
এদিন টাটা স্টিল ৪.৪১, টাটা মোটরস ৩.৭০ শতাংশ, আদানি পোর্টস ৩.৬৫ শতাংশ, এশিয়ান পেইন্টস ৩.৬৩, ডিভিজ ল্যাব ৩.১৯ শতাংশ কমেছে।
এদিন টাটা কনজিউমারস ০.৮৩ শতাংশ, কোল ইন্ডিয়া ০.৬৪ শতাংশ, আইটিসি ০.৫৯ শতাংশ, ব্রিটানিয়া ০.৩৪ শতাংশ, নেসলে ইন্ডিয়া ০.২০ শতাংশ বেড়েছে।
এই পতন মঙ্গলে বাড়তে পারে বলে আশঙ্কা করছে বাজার বিশেষজ্ঞরা। তবে কারেশন নিয়ে ফের চলতি সপ্তাহে উঠতে পারে বাজার।