বিয়েবাড়িতে কমবেশি সব মেনুতে মাংসের পদ আর মিষ্টি থাকবেই।



কিন্তু এই দুই খাবার কী একসঙ্গে খাওয়া ঠিক ?



মা-কাকিমাদের আমল থেকেই বলা হয়, দুটি একসঙ্গে খেতে নেই, গুরুপাক হয়। কিন্তু আদতে পেটের ভিতর কী ঘটে ?



আসলে মিষ্টি তৈরি হয় দুগ্ধজাত পদার্থ দিয়ে। যা প্রচুর প্রোটিনের উৎস।



অন্যদিকে মাংসও একইভাবে প্রোটিনের উৎস।



এই দুটি খাবার একসঙ্গে পেটে গেলে হজম হতে দেরি হয়। যা থেকে গ্যাস, পেট ফোলাভাব, পেট খারাপ হতে পারে।



বিভিন্ন সূত্র বলছে, আয়ুর্বেদেও একই নিদান রয়েছে। মাংস ও মিষ্টি একসঙ্গে খাওয়া উচিত নয়।



কারণ এই দুই ধরনের খাবারে দুটি আলাদা শক্তি রয়েছে।



যা আমাদের পিত্ত, কফ, বাত দশার ভারসাম্য নষ্ট করে দেয়। ফলে শরীর খারাপ হয়।



তাই শরীর খারাপ এড়াতে মাংসের পর মিষ্টি এড়িয়ে চলাই ভাল।