জলের বোতল সাফ করতে বেকিং সোডা ও লেবুর রসের মিশ্রণ ব্যবহার করুন। একটি পাত্রে হালকা গরম জলে লেবুর রস ও বেকিং সোডা গুলে নিন। এবার সেটি বোতলের ভিতর মাখিয়ে দিন। বেশি গুললে বোতল তার মধ্যে চুবিয়ে রাখতে পারেন। কিছুক্ষণ পর একটি বাসন মাজার স্ক্রাবার দিয়ে ঘষে নিলেই সাফ হয়ে যাবে সব ময়লা। অনেক সময় বোতলের মধ্যে দুর্গন্ধ হয়ে যায়। এটি দূর করতে ভিনিগারই সেরা। একটি পাত্রে ভিনিগার ও গরম জল সমান সমান নিন। এবার মিশ্রণটি বোতলের ভিতর ও ছিপির মুখে কিছুক্ষণ লাগিয়ে রেখে দিন। ১৫-২০ মিনিট পর ধুয়ে নিলেই নতুনের মতো হবে জলের বোতল। একটি বড় পাত্রের জলে কিছু নিমপাতা ফুটিয়ে নিন। এর মধ্যে লেবুর টুকরো দিয়ে ফোটাতে থাকুন। কিছুক্ষণ পর আঁচ নিভিয়ে বোতলগুলি ১৫ মিনিট চুবিয়ে রাখুন। এর পর ধুয়ে নিলেই ঝকঝকে হবে আপনার বোতল।