Image Source: Pexels, Pixabay

ফল খেতে হবে, কিন্তু কখন? ঘুরে-ফিরে বারবার আসে এই প্রশ্ন

Image Source: Pexels, Pixabay

সকালে না কি বিকেলে? ব্রেকফাস্টের সঙ্গে না কি খাওয়ার পরে? কখন খেতে হবে ফল?

Image Source: Pexels, Pixabay

মানবদেহের পুষ্টির জন্য প্রয়োজনীয় ভিটামিন, খনিজ-মৌল এবং আরও প্রয়োজনীয় পুষ্টিগুণ মেলে ফল থেকে।

Image Source: Pexels, Pixabay

অনেক ফলে নানা ধরনের অম্ল থাকে। যা দুধ বা দুগ্ধজাত খাবারের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে।

Image Source: Pexels, Pixabay

বিশেষজ্ঞরা বলে থাকেন, যদি অ্যাসিডিটি, বুকজ্বালার সমস্যা থাকে। তাহলে সকালেই খালি পেটে ফল খাওয়া উচিত নয়।

Image Source: Pexels, Pixabay

কফের সমস্যা, সর্দি-হাঁপানির থাকলেও ব্রেকফাস্টে ফল খাওয়া উচিত নয় বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

Image Source: Pexels, Pixabay

কোষ্ঠকাঠিন্য, শুষ্ক ত্বকের সমস্যা উপকার মেলে ফল খেলে

Image Source: Pexels, Pixabay

অন্ত্রে প্রয়োজনীয় ব্যাকটেরিয়ায় সংখ্যায় ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ফল।

Image Source: Pexels, Pixabay

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ফল খেলে আলাদা করেই খাওয়া উচিত। অন্য কোনও খাবারের সঙ্গে মেশানো উচিত নয়।

Image Source: Pexels, Pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন। ছবি: Pixabay/ pexels